ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভাসানচরে রোহিঙ্গাদের পিকনিক

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ২১ জানুয়ারি ২০২১   আপডেট: ০৬:৪৩, ২২ জানুয়ারি ২০২১

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে চার হাজার রোহিঙ্গার অংশগ্রহণে পিকনিক, বিশেষ ভোজ, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিনব্যাপী ভাসানচরের রোহিঙ্গাদের আবাস্থলের ৫নং ক্লাস্টারের পাশে খেলার মাঠে এ বিশেষ আনন্দানুষ্ঠানের আয়োজন করা হয়।

ভাসানচরের রোহিঙ্গদের আশ্রয়ন প্রকল্পের পরিচালক কমোডর আবদুল্লাহ আল মামুন জানান, বাংলাদেশ সরকারের আর্থিক সহায়তায় রোহিঙ্গা শিশু ও নারীদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এছাড়াও দুপুরে তাদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানী খাবারের আয়োজন করা হয়। মেজবানীতে ১০ হাজার কেজি চাল ও ২৮ মণ মাংস ছিল। মেজবানী রান্নার জন‌্য চট্টগ্রাম থেকে ১৫ জন বাবুর্চি ভাসানচর আসেন।

বিকেলে ও সন্ধ‌্যায় রোহিঙ্গাদের পরিবেশনায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাওলা সুজন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়