ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লোকালয়ের কাছে বাঘ, সতর্ক করতে মাইকিং

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ২১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:৩৫, ২১ জানুয়ারি ২০২১
লোকালয়ের কাছে বাঘ, সতর্ক করতে মাইকিং

সাতক্ষীরার শ‌্যামনগরে পশ্চিম সুন্দরবন সংলগ্ন লোকালয়ের কাছে বাঘের দেখা মিলেছে। দীর্ঘ নয় বছর পর লোকালয়ের কাছে বাঘ দেখা গেছে।

বুধবার (২০ জানুয়ারি) সন্ধ‌্যার পর সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে স্থানীয় মসজিদগুলো থেকে মাইকিং করা হয়েছে। 

পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক এমএ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত মঙ্গলবার (১২ জানুয়ারি) প্রথমে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলবাড়ি সংলগ্ন সুন্দরবন এলাকায় বাঘের দেখা মেলে। পরেরদিন বুধবার সকাল ১০টার দিকে সুন্দরবনের দাতিনাখালীর হুলোর মোড়ের বিপরীতে বাঘ দেখা যায়।

এমএ হাসান আরও জানান, নদী পার হয়ে বাঘ লোকালয়ে প্রবেশ করতে পারে এমন আশঙ্কায় সুন্দরবন সংলগ্ন গ্রামগুলোতে আতঙ্ক দেখা দিয়েছে।
 

শাহীন গোলদার/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়