ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নৌরুট বন্ধ, ভোগান্তি বেড়েছে পাটুরিয়ায় 

জাহিদুল হক চন্দন  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ২২ জানুয়ারি ২০২১   আপডেট: ১১:২২, ২২ জানুয়ারি ২০২১
নৌরুট বন্ধ, ভোগান্তি বেড়েছে পাটুরিয়ায় 

ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্টতার কারণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এতে করে পাটুরিয়া ঘাট পার হতে আসা সাধারণ যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি বেড়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি)  সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ঘুরে যাত্রী ও বাসচালকদের এমন দুর্ভোগের দৃশ‌্যই দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, পাটুরিয়া ঘাট এলাকা থেকে পরিবহন বাসের সারি আরসিএল মোড় ছাড়িয়েছে। পাটুরিয়া ট্রাক টার্মিনালে রয়েছে কয়েকশো সাধারণ পণ্যবাহী ট্রাক। এছাড়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ এড়াতে ৭ কিলোমিটার আগেই সাধারণ পণ্যবাহী ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে। পাটুরিয়া ঘাট ও উথুলী সংযোগ সড়কে কয়েকশো যানবাহন এ নৌরুট পারাপারের অপেক্ষায় রয়েছে। ফলে অপেক্ষার প্রহরে থাকা এসব যাত্রী ও চালকদের ভোগান্তি বেড়েছে।

ঝিনাইদহগামী লুৎফর রহমান নামের এক যাত্রী বলেন, ‘এমনিতেই প্রচণ্ড শীত, তারমধ্যে ফেরি বন্ধ থাকায় খুব সমস্যা হচ্ছে। ঠাণ্ডায় পরিবার নিয়ে বিপাকে পড়েছি। কখন ফেরিতে উঠতে পারবো তার কোনো নিশ্চয়তা নাই।’

রেহানা বেগম নামের এক যাত্রী বলেন, ‘রাত ৩টার দিকে পাটুরিয়া ঘাট এলাকায় এসেছি। এ এলাকায় পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা না থাকায় খুব সমস্যা হচ্ছে। আর যেসকল টয়লেট আছে সেগুলো ব্যবহারের অনুপযোগী।’

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত লিয়াকত  হোসেন নামের যাত্রী বলেন, ‘তিন দিনের ছুটি নিয়ে বাড়িতে যাচ্ছি। আজ যশোরে আমার খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। তবে ঘাটের যে অবস্থা তাতে কাজটা আর করা হবে না।’ 

মীর সাব্বির নামে এক যাত্রী বলেন, ‘বাচ্চাটা নিয়ে খুব বিপদে আছি। ঠাণ্ডার সমস্যায় এমনিতেই সমস্যায় ভুগছে। তারমধ্যে গাড়িতে বসে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছি।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম মো.  জিল্লুর রহমান বলেন, ‘ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলোর অস্পষ্টতার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এতে করে ঘাট এলাকায় ভোগান্তি বেড়েছে।'

পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপার করতে ১৬টি ফেরি রয়েছে বলেও জানান তিনি।  

মানিকগঞ্জ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়