ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ২২ জানুয়ারি ২০২১  
বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

শুক্রবার (২২ জানুয়ারি) বিকেল থেকে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত কয়েক দফায় টোলপ্লাজা বন্ধ থাকায় এ যানজটের সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘন কুয়াশা আর বঙ্গবন্ধু সেতুতে দফায় দফায় টোল আদায় বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। তবে বেলা বাড়ার সাথে সাথে এ পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। বর্তমানে ঢাকাগামী যানবাহনের কিছুটা চাপ থাকলেও উত্তরবঙ্গগামী গাড়ির তেমন একটা চাপ নেই।

সেতু কর্তৃপক্ষ জানায়, ঘনকুয়াশার কারণে সেতুর ওপর দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে বেশ কয়েকবার টোল আদায় বন্ধ রাখা হয়। এতে কয়েক ঘণ্টা যানচলাচল করতে পারেনি। তাই সেতুর দুই পাড়ে যানবাহন আটকা পড়ে গাড়ির দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। টোল আদায় শুরুর পর ধীর গতিতে জ‌্যাম কমতে শুরু করেছে।

কাওছার/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়