ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গাজীপুরে কাশিমপুর কারাগারের ডেপুটি জেলারসহ ৩ জন প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:০১, ২৩ জানুয়ারি ২০২১   আপডেট: ১২:৪৬, ২৩ জানুয়ারি ২০২১
গাজীপুরে কাশিমপুর কারাগারের ডেপুটি জেলারসহ ৩ জন প্রত্যাহার

গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-১ এর বন্দি হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত জিএম তুষার আহমেদকে অনৈতিক সুবিধা দেয়ার অভিযোগে তিনজনকে প্রত্যাহার করা হয়েছে।

সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মো. মাইন উদ্দিন ভূইয়া তিনজনকে প্রত্যাহারের আদেশ দেন। 

প্রত্যাহারকৃতরা হলেন- কাশিমপুর কারাগার পার্ট-১ এর ডেপুটি জেলার গোলাম সাকলাইন, সার্জেন্ট ইন্সট্রাক্টর মো. আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী মো. খলিলুর রহমান। কারা অধিদপ্তরের দেয়া গত ১৮ জানুয়ারির এক আদেশ নামায় দেখা গেছে, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কাশিমপুর কারাগার পার্ট-১ এর ডেপুটি জেলার গোলাম সাকলাইন, সার্জেন্ট ইন্সট্রাক্টর মো. আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী মো. খলিলুর রহমানকে কাশিমপুর কারাগার পার্ট-১ থেকে প্রত্যাহার করে কারাঅধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। মন্তব্যের জায়গায় লেখা রয়েছে প্রশাসনিক কারণে। আদেশটি অনতিবিলম্বে কার্যকর করতেও বলা হয়েছে।

রফিক/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়