ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রামেক হাসপাতাল থেকে ৩ দিনের বাচ্চা চুরি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৩, ২৩ জানুয়ারি ২০২১   আপডেট: ০৮:৫৫, ২৩ জানুয়ারি ২০২১
রামেক হাসপাতাল থেকে ৩ দিনের বাচ্চা চুরি

রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতাল থেকে তিনদিন বয়সি একটি বাচ্চা চুরি হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে হাসপাতালের ২৩ নম্বর ওয়ার্ড থেকে মেয়ে শিশুটি চুরির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছন নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।

নগরীর আইডি বাগানপাড়া এলাকার বাসিন্দা কমলি রবিদাস। সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিনি কন্যাশিশুর জন্ম দিয়েছিলেন। এটি তার প্রথম সন্তান। তার স্বামীর নাম গোপাল দাস। তিনি মুচির কাজ করেন।

ওসি মাজহারুল ইসলাম জানান, তিনদিন আগে কমলি রবিদাস কন্যা শিশুর জন্ম দেন। এরপর ওই ওয়ার্ডে একজন এক তরুণীর সঙ্গে শিশুর মায়ের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তবে ওই তরুণীর সম্পর্কে বিস্তারিত তথ্য কেউ জানেন না।

সকালে শিশুর মা শিশুটিকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। ওই সময় বাচ্চাটি চুরি হয়। ঘুম থেকে উঠে কমলি তার সন্তান পাচ্ছেন না। অজ্ঞাত ওই তরুণীকেও হাসপাতালে খুঁজে পাওয়া যাচ্ছে না। শিশুটির বাবা এ ঘটনায় মামলা দায়েন করেছেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

রাজশাহী/তানজিমুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়