ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ২৩ জানুয়ারি ২০২১   আপডেট: ১০:৫২, ২৩ জানুয়ারি ২০২১
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে মাদারীপুরের বাংলাবাজার এবং মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে প্রায় ৮ ঘণ্টা পরে ফেরি চলাচল শুরু হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক ভজন সাহা এ তথ্যটি নিশ্চিত করেছে।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, মধ্যরাত থেকে কুয়াশার পরিমাণ বাড়তে থাকলে নৌরুটের দিক নির্দেশনা বাতি ঝাপসা হয়ে আসে। এতে ফেরি চালকদের দূরত্ব নির্ণয় করতে সমস্যা হওয়ার কারণে কয়েকটি ফেরি লোড অবস্থায় নদীর বিভিন্ন স্থানে নোঙর করে রাখা হয়। শুক্রবার (২২ জানুয়ারি) রাত দেড়টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। আর ফেরি বন্ধ হওয়ার কারণে বাংলাবাজার ঘাটে আটকা পড়েছে প্রায় দুইশতাধিক ছোট ও বড় যানবাহন।

সহকারী ব্যবস্থাপক ভজন সাহা জানান,  কুয়াশার পরিমাণ তীব্র হওয়ায় রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকে। তবে সকাল সাড়ে ৯টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বেলাল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়