ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চসিক নির্বাচনে আ.লীগ মেয়র প্রার্থীর ৩৭ দফা ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ২৩ জানুয়ারি ২০২১   আপডেট: ১৩:২৪, ২৩ জানুয়ারি ২০২১
চসিক নির্বাচনে আ.লীগ মেয়র প্রার্থীর ৩৭ দফা ইশতেহার ঘোষণা

চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্প বাস্তবায়নকে প্রাধান্য দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী ৩৭ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

শনিবার (২৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু কনফারেন্স হলে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে তিনি এই নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন।

মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী নির্বাচনী ইশতেহারে জানান, চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে পুরনো এবাং বড় সংকট জলাবদ্ধতা। মেঘ দেখলেই আমাদের গলা শুকিয়ে যায়। এই জলাবদ্ধতা নিরসনে মাননীয় প্রধানমন্ত্রী ১০ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ দিয়েছেন। নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্প বাস্তবায়নে গুরুত্বের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করবেন।

১০০ দিনের অগ্রাধিকার কাজের বর্ণনা দিয়ে প্রার্থী রেজাউল করিম চৌধুরী জানান, জলাবদ্ধতা নিরসনের মহা-পরিকল্পনার পাশাপাশি নগর উন্নয়নে ডেল্টা প্ল্যান সঠিকভাবে বাস্তবায়নে যাতে বাধা বা দীর্ঘসূত্রিতা না হয়, সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা, নদী, খাল, নালা অবৈধ দখলমুক্ত করে পুররুদ্ধার করা হবে।

ইশতেহারের অন্যান্য দফাসমূহের মধ্যে রয়েছে— চট্টগ্রাম নগরীর যানজট সমস্যা নিরসন, সড়ক শৃংখলা ফিরিয়ে আনা, বর্জ্য ব্যবস্থাপনা, চট্টগ্রামকে পর্যটন রাজধানী হিসেবে গড়ে তোলা, নাগরিক পরিসেবা পুনরায় চালু করা, চট্টগ্রামের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা, ব্লু ইকোনোমি সম্ভাবনা কাজে লাগানো, নাগরিকদের চিকিৎসা ও প্রসূতি সেবাসহ নানামুখী উন্নত নাগরিক সেবা কার্যক্রম চালু করার ঘোষণা দেন।

ইশতেহার প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— একুশে পদকপ্রাপ্ত সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাবেক মেয়র আ জ ন নাছির উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোযারুল আজিম আরিফসহ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়