ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পূর্বাচলে আগুনের ঘটনায় দুটি তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৭, ২৩ জানুয়ারি ২০২১  
পূর্বাচলে আগুনের ঘটনায় দুটি তদন্ত কমিটি

নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে বিদ্যুতের তার ছিঁড়ে আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের ৪ জন নিহত হওয়ার ঘটনায় ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে চারজন নিহত হওয়ার ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।  মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  ময়নাতদন্ত শেষে পুলিশ তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে।

পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানিয়েছেন, বিদ্যুতের তার ছিড়ে ৪ জন নিহত হওয়ার ঘটনায় ঢাকা বিভাগের ফায়ার সার্ভিস উপ পরিচালক দেবাশীষ বর্ধনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অপরদিকে পল্লী বিদ্যুতের ঢাকা বিভাগের পরিচালক খালেদা পারভীনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি জানান, ৪ জন নিহত হওয়ার ঘটনায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা করা হয়েছে। এ ঘটনা তদন্তে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নারায়ণগঞ্জ/রাকিব/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়