ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সেন্টমার্টিনে ট্রলার ডুবি: ৪ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৯

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ২৩ জানুয়ারি ২০২১   আপডেট: ০৬:২৮, ২৪ জানুয়ারি ২০২১
সেন্টমার্টিনে ট্রলার ডুবি: ৪ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৯

বঙ্গোপসাগরের সেন্টমার্টিনে মাছ ধরার ট্রলার ডুবে চার জনের মৃত‌্যু হয়েছে। এ ঘটনায় নয় জন নিখোঁজ রয়েছেন। তবে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২৩ জানুয়ারি) ভোরে সেন্টমার্টিনের লাইট হাউস থেকে ২৯২ বিয়ারিং আর ৬৫ মাইল দূরত্বে ট্রলারটি ডুবে যায়।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট আরিফুজ্জামান রনি এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে ৬৫ কিলোমিটার দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এ ট্রলার ডুবির ঘটনাটি ঘটে।

আরিফুজ্জামান বলেন, ‘ভোরে ঘন কুয়াশায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এফবি যানযাবিল চুমকেন নামের মাছ ধরার একটি ট্রলার ডুবে যায়। খবর পেয়ে কোস্টগার্ডের শ্যামল বাংলা ও মনসুর আলী নামের দুটি জাহাজ জেলেদের উদ্ধারে অভিযানে নামে। এছাড়াও সমুদ্র অভিযান ও নির্মূলসহ তিনটি জাহাজ উদ্ধার অভিযান চালাচ্ছে।

জাহাজটিতে ২৬ জন মাঝিমাল্লা ছিল। এখন পর্যন্ত ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি নয় জনের খোঁজে উদ্ধার অভিযান চলমান রয়েছে। উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাদেরকে চট্টগ্রামে নেওয়া হবে।

সুজাউদ্দিন রুবেল/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়