ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

১০ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ২৪ জানুয়ারি ২০২১   আপডেট: ১২:১৭, ২৪ জানুয়ারি ২০২১
১০ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘনকুয়াশায় টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এই দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় শীতে চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা।

রোববার (২৪ জানুয়ারি) সকাল ১১টা দিকে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম জানান,শনিবার দিবাগত রাত ২টা থেকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের এক ফুট অদূরে বিকন নির্দেশনামূলক বয়া বাতি অস্পষ্ট হয়ে আসে। দুর্ঘটনা এড়াতে মধ্যরাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এসময় মাঝপদ্মার একাধিক পয়েন্টে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী যানাহন নিয়ে ৫ ফেরি নোঙর করে রাখা হয়।

রোববার সকাল ১১টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।  বর্তমানে শিমুলিয়া ঘাটে যাত্রী ও পণ‌্যববাহী ছোট-বড় ৩ শতাধিক যানবাহন পারাপার অপেক্ষায় রয়েছে।

রতন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়