Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৪ মার্চ ২০২১ ||  ফাল্গুন ১৯ ১৪২৭ ||  ১৯ রজব ১৪৪২

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

খাগড়াছড়ি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ২৪ জানুয়ারি ২০২১  
খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন।

রোববার (২৪ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি ওসমানপল্লী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল সাত্তার মানিকছড়ি সদর গুচ্ছগ্রামের রফিক মিয়ার ছেলে।

ওসি আমির হোসেন জানান, চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাওয়ার পথে ওসমানপল্লী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি সড়ক থেকে নিচে পড়ে যায়। এতে আব্দুল সাত্তার নামে একজন নিহত হন। এসময় আরও  ৪ জন আহত হয়েছেন। আহতরা সবাই মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

অপরদিকে, সকালে মহালছড়ির নুনছড়ি এলাকায় কাঠবোঝাই ট্রাক উল্টে উগ্যজাই মারমা নামে এক পথচারী আহত হয়েছেন।

মানিক/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়