ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চসিক নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না: সিইসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ২৪ জানুয়ারি ২০২১  
চসিক নির্বাচনে সেনা মোতায়েন করা হবে না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সুন্দর ও স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। এ কারণে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না। তবে ভোটারদের ইভিএম-এ নিরাপদে ভোট প্রদান নিশ্চিত করতে সশস্ত্র পুলিশ মোতায়েন থাকবে।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে এক মত বিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘ইভিএম-এ একজনের ভোট আরেকজনের দেওয়ার কোনো সুযোগ নেই। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে তার সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

প্রার্থী ও সমর্থকদের পুলিশি হয়রানিরর বিষয়ে বিএনপি প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে সিইসি বলেন, ‘এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে অবশ্যই পুলিশ তাদের ধরতে যেতে পারে।’

ইভিএম-এ ভোটে কোনো ধরনের অনিয়মের সুযোগ নেই উল্লেখ করে সিইসি বলেন, ‘নির্বাচনের আগে মক ভোটিং-এর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মক ভোটিং-এ ভোটাররা আগাম এসে ভোট দেওয়ার পদ্ধতি জেনে নিতে পারবেন।’ 

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়