ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যান চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ২৫ জানুয়ারি ২০২১   আপডেট: ০৯:৪১, ২৫ জানুয়ারি ২০২১
শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যান চলাচল বন্ধ

পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) রাত ১০টা থেকে কুয়াশার কারণে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করে রেখেছে শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।

সোমবার (২৫ জানুয়ারি) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ফয়সাল আহমেদ জানান, গতরাত ১০টা থেকে ঘন কুয়াশা পড়ায় মার্কিং বাতির আলো ঝাপসা হয়ে আসে। এসময় ফেরি চলাচল অসম্ভব হয়ে পরে। তাই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এসময় মোট ১৬টি ফেরি মধ্যে ৪টি ফেরি মাঝ পদ্মা ও বাকিগুলো ২ ঘাটে নোঙর করে রাখা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) সকালে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এদিকে, বিআইডব্লিউটিএর নৌ পরিবহন কর্মকর্তা মো. সোলেমান জানান, ফেরির পাশাপাশি ৮৭টি লঞ্চ ও ৩ শতাধিক স্পিডবোট কুয়াশার কারণে বন্ধ রাখা হয়েছে। এতে নদী পারাপারের অপেক্ষায় শিমুলিয়াঘাটে আটকা পরেছে ৫ শতাধিক যাত্রীবাহী বাস ও পণ‌্যবাহী যানবাহন।

রতন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়