ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মেহেরপুরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হবে : ফরহাদ হোসেন

মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ২৬ জানুয়ারি ২০২১   আপডেট: ১৩:২৬, ২৬ জানুয়ারি ২০২১
মেহেরপুরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হবে : ফরহাদ হোসেন

মেহেরপুরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলাশহরের বামনপাড়া এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) মেহেরপুরে নতুন অফিস উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

ফরহাদ হোসেন বলেন, ‘অন্য দেশের তুলনায় আমরা এখন অনেক এগিয়ে যাচ্ছি।’ 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘ভৈরব নদের মেহেরপুর অংশে দুটি বাঁধ নির্মাণ করা হবে। যার ফলে বৃষ্টির পানি আমরা ধরে রাখতে পাববো। মেহেরপুর অংশে ৩০ কিলোমিটার এবং চুয়াডাঙ্গা এলাকায় ২৬ কিলোমিটার নদী খনন হবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর পশ্চিমাঞ্চল বাপাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল হেকিম, মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী শাহিনুজ্জামান। 
 

মহাসিন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়