ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

পৌর নির্বাচন: রাঙামাটিতে মেয়র পদে ৫, কাউন্সিলর পদে লড়বেন ৬০ জন

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২৬ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:৩৬, ২৬ জানুয়ারি ২০২১
পৌর নির্বাচন: রাঙামাটিতে মেয়র পদে ৫, কাউন্সিলর পদে লড়বেন ৬০ জন

চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে রাঙামাটি পৌরসভার নির্বাচন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন। 

এদিন মেয়র পদে কেউ মনোনয়ন প্রত্যাহার না করলেও কাউন্সিলর পদে দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরা হলেন- ৬ নম্বর ওয়ার্ডে পলাশ কুসুম চাকমা এবং ৪ নম্বর ওয়ার্ডের শহীদউদ্দিন চৌধুরী। 

এ নির্বাচনে মেয়র পদে পাঁচ জন, কাউন্সিলর পদে ৪১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৯ জন লড়বেন।

মেয়র পদে পাঁচ প্রার্থী হলেন- আওয়ামী লীগের আকবর হোসেন চৌধুরী, বিএনপির অ‌্যাডভোকেট মামুনুর রশীদ, জাতীয় পার্টির প্রজেশ চাকমা, বিপ্লবী ওয়াকার্স পার্টির আবদুল মান্নান রানা ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অমর কুমার দে।

সহকারী রিটার্নিং অফিসার জাহিদুল ইসলাম বলেন, ‘বুধবার (২৭ জানুয়ারি) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আগামী ১৪ ফেব্রুয়ারি (রোববার) রাঙামাটি পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

রাঙামাটি পৌরসভার মোট ভোটার ৬২ হাজার ৮৮৪ জন। এরমধ্যে পুরুষ ৩৪ হাজার ২৫২ জন এবং নারী ভোটার ২৮ হাজার ৬৩২ জন।

বিজয় ধর/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়