ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

একটি চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হবে চট্টগ্রামে: পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২০, ২৬ জানুয়ারি ২০২১  
একটি চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হবে চট্টগ্রামে: পুলিশ কমিশনার

চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেছেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইন-শৃংখলা রক্ষায় কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে সিএমপি। পুলিশের নয় হাজার ফোর্সের পাশাপাশি অন্যান্য নিরাপত্তাবাহিনীর সদস্য মিলিয়ে প্রায় ১৮ হাজার আইন-শৃংখলা বাহিনীর সদস্য চসিক নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করবে। সব মিলিয়ে নিরাপত্তার চাদরে ঢাকা একটি চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হবে।’

মঙ্গলবার (২৬ জানুয়ারি) চসিক নির্বাচনের আগমুহূর্তে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন চট্টগ্রামের পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

সিএমপি কমিশনার বলেন, ‘নির্বাচন উপলক্ষে বহিরাগতদের নগরীতে আগমন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। ২৫ জানুয়ারি থেকে নগরীতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। যারা ভোটের দিন ভোট দিতে বা অন্য কোনো প্রয়োজনে বাসার বাইরে বের হবেন, সবাইকে জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড সাথে রাখতে হবে।’

পুলিশ কমিশনার বলেন, ‘যাদের কাছে জাতীয় পরিচয়পত্র থাকবে তাদের জন্য উৎসবমুখর হবে নির্বাচন। যাদের পরিচয়পত্র সাথে থাকবে না তাদের জন্য দ্বার বন্ধ। এর প্রেক্ষিতে বহিরাগতরা নগরীতে এসে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না।’

রেজাউল করিম/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়