ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কেন্দ্রে বিএনপির এজেন্ট নেই: ডা. শাহাদাত 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ২৭ জানুয়ারি ২০২১   আপডেট: ১১:৪১, ২৭ জানুয়ারি ২০২১
কেন্দ্রে বিএনপির এজেন্ট নেই: ডা. শাহাদাত 

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৭৩৫ ভোট কেন্দ্রের অধিকাংশ কেন্দ্রেই বিএনপি দলীয় প্রার্থীর পক্ষে কোনো নির্বাচনি এজেন্ট নেই অভিযোগ করে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, কোনো কেন্দ্রেই বিএনপি’র এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

এদিকে, নগরীর বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, বাইরে বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেলেও ভিতরে ভোটারের কোনো লাইন নেই।

এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. শহীদুল্লাহ রাইজিংবিডিকে জানান, এই কেন্দ্রের ৫টি কক্ষে মোট ভোটার সংখ্যা ২০৭৮ জন। সকাল ৯টা পর্যন্ত এখানে ৩৬টি ভোট পড়েছে।

এদিকে, নগরীর পাঁচলাইশ থানার এ জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে সকাল ৯টা পর্যন্ত এখানে ভোটারের কোনো লাইন নেই।

বিভিন্ন ভোট কেন্দ্রে সীমিত সংখ্যক পুরুষ ভোটারের উপস্থিতি থাকলেও কোনো নারী ভোটারের উপস্থিতি দেখা যায়নি।

নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, কোনো ভোট কেন্দ্রেই তার দলীয় এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রতিটি ভোট কেন্দ্রই আওয়ামী লীগ নেতা-কর্মীরা দখল করে রেখেছে। সাধারণ ভোটাররা এখানে ভোট দিতে পারছেন না।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়