ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভোট শেষ, ফলের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ২৭ জানুয়ারি ২০২১   আপডেট: ০০:১৬, ২৮ জানুয়ারি ২০২১
ভোট শেষ, ফলের অপেক্ষা

ভোট গ্রহণ শেষ হয়েছে ঘটনাবহুল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। এখন শুরু হয়েছে ভোট গণনা। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া চসিক নির্বাচন শান্তিপূর্ণ উৎসবমুখর হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান। 

নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম কন্ট্রোলরুম থেকে ফল ঘোষণার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, চসিক নির্বাচন ভোট ডাকাতির মহোৎসব হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। পক্ষান্তরে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন ভোট শান্তিপূর্ণ হয়েছে। 

উল্লেখ্য, চসিক নির্বাচনে মেয়র এবং ৪১টি ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ২২৬ জন।  এর মধ্যে মেয়র প্রার্থী ৭ জন, ৩৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ১৬৯ জন।  সংরক্ষিত ১৪টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে প্রার্থী ৫৭ জন।

রেজাউল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়