ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

খুলনা বিভাগে প্রথম ধাপে ৬ লাখ ডোজ টিকা বরাদ্দ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ২৭ জানুয়ারি ২০২১  
খুলনা বিভাগে প্রথম ধাপে ৬ লাখ ডোজ টিকা বরাদ্দ 

খুলনা বিভাগের ১০ জেলার জন্য প্রথম ধাপে পাঁচ লাখ ৮৮ হাজার ডোজ টিকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রক) ডা. ফেরদাউসী।

টিকা দান কার্যক্রম সফল করতে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়রকে সভাপতি ও কেসিসির চিফ মেডিকেল অফিসারকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

ডা. ফেরদাউসী জানান, করোনার টিকাদান পরবর্তী পার্শ্বপ্রতিক্রিয়ায় করোনীয় সম্পর্কে বুধবার (২৭ জানুয়ারি) থেকে দুই দিনব্যাপী বাংলাদেশ, নেপাল ও শ্রীলংকার স্বাস্থ্য কর্মকর্তাদের ভার্চুয়াল কনফারেন্স শুরু হয়েছে।  টিকাদান কর্মকর্তাদের প্রশিক্ষণও হচ্ছে।

তিনি জানান, খুলনা বিভাগের ১০ জেলায় ৪৯ কার্টুনে পাঁচ লাখ ৮৮ হাজার ডোজ বরাদ্দ করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি থেকে এ অঞ্চলে টিকাদান কার্যক্রম শুরু হবে। এরই মধ‌্যে টিকা প্রত‌্যাশীদের নিবন্ধন শুরু হয়েছে। 

খুলনা/নূরুজ্জামান/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়