ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

চসিকে কাউন্সিলর প্রার্থীর ফল নিয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ২৭ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:৪১, ২৭ জানুয়ারি ২০২১
চসিকে কাউন্সিলর প্রার্থীর ফল নিয়ে বিক্ষোভ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফিরিঙ্গিবাজার ওয়ার্ডে কাউন্সিরল প্রার্থীর ফলাফল ঘোষণা নিয়ে উত্তেজনা ও বিক্ষোভ শুরু হয়েছে। এই ওয়ার্ডে দুটি বুথের ইভিএম মেশিনের ভোট গণনা না করেই একজন প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করার অভিযোগ উঠেছে। 

ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন অভিযোগ করেন এখানে দুটি বুথের ইভিএম মেশিন হ্যাং হয়ে যাওয়ায় ওই দুটি বুথের ভোট গণনা করা হয়নি। দুই বুথের ভোট গণনা না করেই অপর প্রার্থী হাসান মুরাদ বিপ্লবকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।  

এদিকে প্রার্থী হাসান মুরাদ বিপ্লবকে বিজয়ী ঘোষণা করে ফলাফল ঘোষণার প্রতিবাদে নগরীর নিউমার্কেট এলাকায় অবস্থান নিয়ে ব্যাপক বিক্ষোভ করছেন কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিনের সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

 


 

চট্টগ্রাম/রেজাউল/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়