ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কালীগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টারে ধানের আবাদ শুরু

গাজীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ২৮ জানুয়ারি ২০২১   আপডেট: ১১:২০, ২৮ জানুয়ারি ২০২১
কালীগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টারে ধানের আবাদ শুরু

গাজীপুরের কালীগঞ্জে ধানের চারা রোপণে অত্যাধুনিক প্রযুক্তি রাইস ট্রান্সপ্লান্টারের ব্যবহার শুরু হলো।

কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি ও বাঙ্গালহাওলা গ্রামে ৫০ একর জমিতে ধানের চারা রোপণ কাজের উদ্বোধনের মধ্য দিয়ে এ অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।  

বুধবার (২৭ জানুয়ারি) প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

জানা গেছে, রবি/২০২০-২০২১ মৌসুমে ৫০ একর কৃষি জমিতে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধান আবাদে  কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় এ প্রকল্প বাস্তবায়ন করছে কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিকের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিমের পরিচালনায় এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মাহাবুব আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, দেশ এখন অনেক এগিয়েছে। তাই শ্রম বান্ধব কৃষির চেয়ে যন্ত্রবান্ধব কৃষি প্রযুক্তির দিকে কৃষককে এগিয়ে আসতে হবে। এতে করে কৃষি ব্যবস্থাপনা যেমন আধুনিক হবে তেমনি দেশও খাদ্য সমৃদ্ধ হবে।

রফিক সরকার/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়