ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বরিশাল শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫৫৬৮ জন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ৩০ জানুয়ারি ২০২১  
বরিশাল শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৫৫৬৮ জন

সারাদেশের এইচএসসি ও সমমানের ফল ঘোষণা করা হয়েছে। বরিশালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫৬৮ জন। যা গত বছরের তুলনায় ৪ হাজার ৩৬৭ জন বেশি।

শনিবার (৩০ জানুয়ারি) বেলা ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।  

তিনি বলেন, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলো ৬৮ হাজার ৯২০ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৫৬৮ জন। ২০১৯ সালে জিপিএ-৫ পেয়েছিলো ১ হাজার ২০১ জন। আর ২০১৮ সালে জিপিএ-৫ পেয়েছিলো ৬৭০ জন।

তিনি বলেন, ঘোষিত এই ফলে হতাশা কম থাকার কথা। তারপরও এই ফল নিয়ে কারো আপত্তি থাকলে আগামী ৭ দিনের মধ্যে আবেদন করতে পরবেন। সে জন্য প্রতি বিষয়ে ১২৫ টাকা করে ফি দিতে হবে।

বরিশাল/স্বপন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়