ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা মোকাবিলায় ভ্যাকসিন বড় অস্ত্র: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ৩০ জানুয়ারি ২০২১   আপডেট: ১৭:৩৪, ৩০ জানুয়ারি ২০২১
করোনা মোকাবিলায় ভ্যাকসিন বড় অস্ত্র: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘করোনা মোকাবিলায় ভ্যাকসিন এখন বড় অস্ত্র। বাংলাদেশ এ বিষয়ে প্রশংসা পাবে। পাচ্ছে অলরেডি। অনেক রাষ্ট্র এখনও ভ্যাকসিন পায়নি। আগামী দুই-তিন মাসেও পাবে কি না, সন্দেহ আছে। থাইল্যান্ড এখনও ভ্যাকসিন অ‌্যারেন্জ করতে পারেনি; মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কাও পারেনি। বিশ্বের ২৩ নাম্বার দেশ হিসেবে বাংলাদেশ ভ্যাকসিন দেওয়া শুরু করেছে।’

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভ্যাকসিনেশন কার্যক্রম সম্পর্কে বিশেষ অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন এমনি এমনি আসেনি। ৬ মাস যাবত এই ভ্যাকসিন আনার জন্য এর পেছনে লেগে থাকতে হয়েছে। যারা যারা ভ্যাকসিন তৈরি করছে, সকলকে আমরা চিঠি পাঠিয়েছি। সবার সাথে ভিডিও কনফারেন্স করেছি। ভারতের সেরাম ইনস্টিটিউট অন্যতম সেরা ভ্যাকসিন প্রস্তুতকারক। পৃথিবীর ৬০ ভাগ ভ্যাকসিন এ ইনস্টিটিউটে তৈরি হয়। সেখান থেকে আমরা এ ভ্যাকসিনটি আনার ব্যবস্থা করেছি। অনেক দেন দরবার হয়েছে এ নিয়ে। ভ্যাকসিন আসার আগ মূহূর্তে সব দেশের চাপ পড়েছে। আমরা আগে আগে বুকিং দিয়েছি, আগে আগে টাকা পাঠিয়েছি, নেগোসিয়েট করেছি। অন্যরা এখন চাপ সৃষ্টি করছে। আমরা ৩ কোটি ভ্যাকসিনের টাকা অলরেডি দিয়ে দিয়েছি। ২০ লাখ ভ্যাকসিন ভারত সরকার বাংলাদেশের মানুষকে উপহার হিসেবে দিয়েছে। আমাদের কাছে এই মুহূর্তে ৭০ লাখ ভ্যাকসিন আছে। বিশ্ব স্বাস্থ‌্য সংস্থায় (ডব্লিউএইচও) আমাদের সাড়ে ৬ কোটি ভ্যাকসিনের অর্ডার দেওয়া আছে। যখন পর্যাপ্ত ভ্যাকসিন থাকবে, তখন তারা আমাদের সরবরাহ করবে।’

তিনি আরও বলেন, ‘ফ্রন্টলাইনদের আগে ভ্যাকসিন দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে সিনিয়রদের দেওয়া হবে। আমরা সফলতার সঙ্গে করোনা মোকাবিলা করেছি। ভ্যাকসিন দেওয়াতেও আমরা সফল হবো। যেকোনো কাজ করতে গেলে কিছু সমালোচক থাকেই। ভ্যাকসিনের বিষয়ে বিরূপ প্রচার আছে।’

‘প্রতিটি ওষুধে পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তাই বলে কি ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি? ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া হবে না, এ কথা আমি বলব না। ভ্যাকসিন দিলে জ্বর হতে পারে, এটা স্বাভাবিক। মাথাব্যথা হতে পারে। এখন পর্যন্ত যতজনকে ভ্যাকসিন দিয়েছি, সকলেই আল্লাহর রহমতে ভালো আছে। যারা যারা এ ভ্যাকসিন নিচ্ছে ইউরোপে, ভারতে—সব জায়গায় আমরা খোঁজ নিয়েছি, তারা সকলেই ভালো আছে,’ বলেন জাহিদ মালেক।

অবহিতকরণ সভায় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ‌্যাডভোকেট গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক অ‌্যাডভোকেট আব্দুস সালাম, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লবসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চন্দন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়