ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

জাল ভোট দিতে গিয়ে অধ‌্যক্ষ আটক

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ৩০ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:৩৮, ৩০ জানুয়ারি ২০২১
জাল ভোট দিতে গিয়ে অধ‌্যক্ষ আটক

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক কলেজের অধ‌্যক্ষ। এছাড়া, ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করে নৌকা মার্কায় সিল মারার অভিযোগে ৫০টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) নন্দীগ্রামের হাজী ওয়াজেদ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও মনসুর আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে এসব ঘটনা ঘটে।

পুলিশের হাতে আটক হওয়া ওসমান গনি সরকার বেলাল নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ।

ওসমান গনি সরকার বেলালের নেতৃত্বে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকরা হাজী ওয়াজেদ আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট পেপারে সিল মারা শুরু করেন। এ সময় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত হলে তারা পালিয়ে যান। পরে মনসুর আলী ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে ওসমান গনি সরকার বেলালকে আটক করা হয়।

হাজী ওয়াজেদ আলী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফারুকুল জানান, জোর করে নৌকা মার্কায় সিল দেওয়া ৫০টি ব্যালট পেপার বাতিল করা হয়েছে।

এনাম/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়