ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ব‌্যালট ছিনতাই: ছাড়া পেলেন সেই ৩ ইউপি চেয়ারম্যান

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ৩০ জানুয়ারি ২০২১   আপডেট: ২০:৪৪, ৩০ জানুয়ারি ২০২১
ব‌্যালট ছিনতাই: ছাড়া পেলেন সেই ৩ ইউপি চেয়ারম্যান

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে ব্যালট ছিনতাইয়ের সময় আটক করা তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ চারজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় সাধারণ ভোটারদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন বলেছেন, ‘দুপুরে আটকের পর থেকে বিকেল ৫টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ না আসায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

থানা থেকে ছেড়ে দেওয়ার পর ওই তিন ইউপি চেয়ারম‌্যানকে গলায় ফুলের মালা পরিয়ে আনন্দ মিছিল করে নিয়ে যায় তাদের সমর্থকরা। আনন্দ মিছিলের ভিডিও ফেসবুকে শেয়ার করা হয়।

শনিবার (৩০ জানুয়ারী) বেলা ১২টায় গৌরীপুর সরকারি কলেজ কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের সময় রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আলামিন জনি, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শহিদ, সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদ ও পৌর ছাত্রলীগ নেতা কাউসার মিয়াকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্যাট মাইদুল ইসলাম ব‌্যালট ছিনতাইয়ের সময় তাদের হাতেনাতে আটক করেন।

মাইদুল ইসলাম বলেন, ‘আটক চারজনের বিরুদ্ধে মামলা করার দায়িত্ব আমার নয়, প্রিসাইডিং অফিসারের।’

মিলন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়