ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

কলারোয়াতে আওয়ামী লীগ প্রার্থী মনিরুজ্জামান বুলবুল জয়ী

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ৩১ জানুয়ারি ২০২১   আপডেট: ১২:৫১, ৩১ জানুয়ারি ২০২১
কলারোয়াতে আওয়ামী লীগ প্রার্থী মনিরুজ্জামান বুলবুল জয়ী

সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বুলবুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মনিরুজ্জামান বুলবুল ১৩ হাজার ৪৬৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নার্গিস আক্তার পেয়েছেন ১ হাজার ৬৮৮ ভোট।

এছাড়া, ধানের শীষ প্রতীক নিয়ে শেখ শরিফুজ্জামান তুহিন পেয়েছেন ৫০৫ ভোট। 

ভোট গণনা শেষে শনিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় উপজেলা রিটার্নিং কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস এ তথ‌্য জানান। 

শনিবার বেলা ১১টার দিকে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন বিএনপির প্রার্থী শেখ শরিফুজ্জামান তুহিন ও বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আক্তারুল ইসলামের স্ত্রী নার্গিস সুলতানা। 

পৌরসভার সংরক্ষিত নারী ১ নম্বর আসনে (১, ২, ৩ নং ওয়ার্ড) বিজয়ী হয়েছেন মিসেস ফারহানা হোসেন, ২ নম্বর আসনে (৪, ৫, ৬ নং ওয়ার্ড) সন্ধ্যা রানী বর্মন ও ৩ নম্বর আসনে (৭, ৮, ৯ নং ওয়ার্ড) তৃতীয় লিঙ্গের দিথী খাতুন।

সাধারণ কাউন্সিলর পদে ৯টি ওয়ার্ডে বিজয়ী হয়েছেন, ১ নম্বর ওয়ার্ডে জিএম শফিউল আলম, ২ নম্বর ওয়ার্ডে মো. আসাদুজ্জামান তুহিন, ৩ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে মেজবাহ উদ্দীন, ৫ নম্বর ওয়ার্ডে শেখ জামিল হোসেন, ৬ নম্বর ওয়ার্ডে আলফাজ উদ্দীন, ৭ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর হোসেন, ৮ নম্বর ওয়ার্ডে শেখ ইমাদুল ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ডে হাকিম উদ্দীন।

শাহীন গোলদার/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়