ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আওয়ামী লীগ নেতা হত্যা: ১৬ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ৩১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৫:১৮, ৩১ জানুয়ারি ২০২১
আওয়ামী লীগ নেতা হত্যা: ১৬ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জ  পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আছাদুজ্জামান ওরফে টিটু শরীফকে কুপিয়ে হত্যা মামলায় ১৬ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

অপরাধ প্রমাণিত না হওয়ায় ১৫ জনকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত।

রোববার (৩১ জানুয়ারি) খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত ২৬ আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এই হত্যা মামলায় ৪ আসামি পলাতক রয়েছে।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন— সেন্টু চৌধুরী, পলাশ চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী, বক্কর চৌধুরী ওরফে আকুবর, সোহেল চৌধুরী, শহিদুল শেখ, পলাশ খাঁ, তুহিন মোল্লা ওরফে মাহমুদ হাসান, সবুজ মোল্লা, মাসুদ মোল্লা, রফিকুল মোল্লা, নতুন চৌধুরী ওরফে রমজান, মশিউর চৌধুরী ওরফে চৌধুরী মশিউর রহমান, অলিউল্লাহ ওরফে বাবু চৌধুরী, তরিকুল সরদার ও জিহাদ চৌধুরী।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ জুলাই দুপুর সাড়ে ১২টায় নড়াইল জেলার নড়াগাতী থানার চর শিংগাতী গ্রামের রাস্তার ওপর শরীফ ব্রিকস ও শরীফ ফিসারিজের পরিচালক আওয়ামী লীগ নেতা টিটু শরীফের মোটরসাইকেলের গতি রোধ করে তাকে কুপিয়ে হত্যা করা হয় । এঘটনায় নিহতের ভাই আশিকুজ্জামান পরদিন (২ জুলাই) নড়াগাতি থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর ৩৬ জনের মধ্যে ৩১ জনের সাক্ষ‌্যগ্রহণ শেষে আজ রোববার সংশ্লিষ্ট আদালতের বিচারক রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি এড. আসাদুজ্জামান।

আসামীপক্ষে ছিলেন— অ‌্যাড. আব্দুল মালেক, তৌহিদুর রহমান তুষার, এম এম মুজিবর রহমান, মোমরেজুল ইসলামসহ আরও অনেকে।

খুলনা/নূরুজ্জামান/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়