ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে মামলার ঘোষণা বিএনপি প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৯, ৩১ জানুয়ারি ২০২১   আপডেট: ১৪:৪৪, ৩১ জানুয়ারি ২০২১
রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে মামলার ঘোষণা বিএনপি প্রার্থীর

চসিক নির্বাচনে প্রকৃত অর্থে বিএনপি প্রার্থীর বিজয় হয়েছে। কিন্তু সেই বিজয় কেড়ে নেওয়া হয়েছে। ভোটের ফলাফলে ইভিএম মেশিনের প্রিন্টেড ফলাফল দেওয়া কথা। কিন্তু তারা ফলাফলে ইভিএম মেশিনের প্রিন্টট কপি না দিয়ে হাতে লেখা ফলাফল দিয়েছে। নির্বাচন কমিশন যদি ইভিএম মেশিনের প্রিন্টেড কপি দিতে না পারলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন বিএনপি প্রার্থী ও নগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর নুর আহাম্মেদ সড়কের নাসিমন ভবনে অবস্থিত মহানগর বিএনপি কার্যালয় চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন, পুলিশ এবং প্রশাসনের সহযোগিতায় পরিকল্পিত ভোট ডাকাতি হয়েছে অভিযোগ করে  বিএনপি প্রার্থী বলেন,  ‘নির্বাচনের নামে চট্টগ্রামের ইতিহাসে ভোট লুঠের মহোৎসব ও সহিংসতার একটি কলংকজনক অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। ভোটের দিন পুলিশ, র‌্যাব, ডিজিএফআই প্রধানসহ প্রশাসনের প্রায় সব কর্মকর্তা চট্টগ্রামে উপস্থিত থেকে প্রশাসনিক মনিটরিং-এর মাধ্যমে ভোট লুট হয়েছে। কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত অনেক পুলিশ কর্মকর্তা এজেন্টদের বের করে দেওয়ার সময় তারা বলেছে উপরের নির্দেশ তারা পালন করছে।’

সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন আরও বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা  ২২ শতাংশ ভোট পড়েছে বলে যে ফলাফল ঘোষণা করেছে যেটা বাস্তবিক অর্থে ছিলো ৭ দশমিক ৫ শতাংশ। চসিক নির্বাচনের এক সপ্তাহ আগে থেকেই সরকারের নীল নকশার অংশ হিসেবে প্রতিটি থানায় বিএনপি নেতাকর্মী ও ধানের শীষের সমর্থক ও এজেন্টদের বিরুদ্ধে আজগুবি মামলা দায়ের করা, আওয়ামী লীগ সন্ত্রাসী ও পুলিশ প্রশাসন যৌথভাবে নেতাকর্মীদের বাসায় বাসায় গিয়ে এলাকা ছাড়ার হুমকি, বিনা কারনে গ্রেপ্তার, মিথ্যা মামলা দায়ের করার মাধ্যমে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে ভীতিকর পরিবেশ তৈরি করে।’

সংবাদ সম্মেলনে চসিক নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দাবি করেন বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম/রেজাউল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়