ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দ্বিতীয় দিনে সেন্টমার্টিনে ঢিলেঢালা ধর্মঘট

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৯:২৯, ১ ফেব্রুয়ারি ২০২১
দ্বিতীয় দিনে সেন্টমার্টিনে ঢিলেঢালা ধর্মঘট

ফাইল ছবি

ছেঁড়াদিয়া দ্বীপে পর্যটকের যাতায়াত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সোমবার (১ ফেব্রুয়ারি) ধর্মঘট পালিত হয়েছে সেন্টমার্টিনে। 

সেন্ট মার্টিনের বিভিন্ন ব্যবসায়িক সংগঠন গতকাল রোববার থেকে এই ধর্মঘট পালন করছে।

সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান নুর আহমদ ও সার্ভিস বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আলম জানান, ধর্মঘটের প্রথম দিন গতকাল রোববার সেন্ট মার্টিন দ্বীপে বেড়াতে আসা পর্যটকদের ভোগান্তির কারণে কর্মসূচি কিছুটা পরিবর্তন করা হয়েছে। 

দ্বীপে বেড়াতে আসা পর্যটকদের দুর্ভোগ ও স্বার্থের কথা বিবেচনা করে ভ্যানগাড়ি, অটোরিকশা (টমটম) ও খাবার হোটেল (রেস্টুরেন্ট) ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। তবে বন্ধ রাখা হয়েছে সার্ভিস বোট, দোকানপাট, স্পিড ও গামবোট।

সেন্ট মার্টিনের পরিবেশ-প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশ অধিদপ্তর ২ জানুয়ারি গণবিজ্ঞপ্তি জারি করে। এতে ছেঁড়াদিয়া দ্বীপে পর্যটকের যাতায়াত বন্ধ করার কথা বলা হয়। ধর্মঘটের কারণে দ্বীপটিতে সকাল থেকে দোকানপাট, অটোরিকশা, ভ্যানগাড়িসহ সব ধরনের যানবাহন বন্ধ রয়েছে।

এদিকে সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান সেন্টমার্টিনের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমদ।

সুজাউদ্দিন রুবেল/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়