ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সাতক্ষীরার আ.লীগ নেতা মুনসুর আহমেদ মারা গেছেন

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০৯:০২, ২ ফেব্রুয়ারি ২০২১
সাতক্ষীরার আ.লীগ নেতা মুনসুর আহমেদ মারা গেছেন

মুনসুর আহমেদ

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ মারা গেছেন।  

সোমবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টা ২০মিনিটে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৭২ বছর। 

মুনসুর আহমেদের ছেলে রাজিব আহমেদ বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মুনসুর আহমেদ নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সিনিয়র সহ-সভাপতি, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনে দায়িত্ব পালন করেছেন। 

মুনসুর আহমেদ কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ২৮ ডিসেম্বর থেকে সাতক্ষীরার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১২ জানুয়ারি তার অবস্থার আরও অবনতি হলে হেলিকপ্টারযোগে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বাংলাদেশ স্পেশালাইড হসপিটালে ভর্তি করা হয়।

সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। 

মুনসুর আহমেদ এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। তার ছেলে রাজিব আহমেদ সাতক্ষীরায় সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপক হিসেবে কর্মরত। মেয়ে ডা. মাগফুরা পারভীন নুপুর রাজধানীর উত্তরা মেডিকেল কলেজে অধ্যাপনা করেন।

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এবং বিকেল ৪টায় দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
 

শাহীন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়