ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কিশোরগঞ্জে ৮৬টি জালনোটসহ নারী গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৮, ৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১০:১৫, ৩ ফেব্রুয়ারি ২০২১
কিশোরগঞ্জে ৮৬টি জালনোটসহ নারী গ্রেপ্তার

ঝর্ণা আক্তার

কিশোরগঞ্জের সদর উপজেলার মহিশাখালী মোড় এলাকায় অভিযান চালিয়ে ১০০০ টাকার ৮৬টি জালনোট উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় এক নারীকে গ্রেপ্তার করা হয়।  

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম শোভন খান এর সত্যতা নিশ্চিত করেন।

কোম্পানী কমান্ডার এম শোভন খান জানান, গ্রেপ্তার ঝর্ণা আক্তার কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার উত্তর উলুখোলা গ্রামের মো. শফিকুল ইসলামের স্ত্রী।  

তিনি আরও জানান, র‌্যাব জানতে পারে- জালনোট কারবারি চক্র কিশোরগঞ্জ ও আশপাশের জেলায় সক্রিয় রয়েছে। তখন থেকে ওই চক্রের ওপর র‌্যাব নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে সদর উপজেলার মহিশাখালী মোড়ে অভিযান চালানো হয়। এতে জালনোট ও জালনোট কারবারি চক্রের সদস্য ঝর্ণা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঝর্ণা দীর্ঘদিন ধরে জালনোট কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাবের কোম্পানী কমান্ডার এম শোভন খান।

রুমন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়