ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ট্রেনে কাটা পড়ে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ৪ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১২:৫০, ৪ ফেব্রুয়ারি ২০২১
ট্রেনে কাটা পড়ে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে আড়িখোলা রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ্ আলম জানান, দুপুরের দিকে ভৈরবগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন আড়িখোলা রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় ওই দৃষ্টিপ্রতিবন্ধী লাইন পাড় হওয়াকালে ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৪৫ বছর, পরনে কালো থ্রি-কোয়াটার প্যান্ট ও জ্যাকেট রয়েছে। তিনি আড়িখোলা রেলস্টেশনে ভিক্ষাবৃত্তি করতেন।

ওসি একেএম মিজানুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিচয় না পেলে বেওয়ারিস হিসেবে নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।

রফিক/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়