ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

চুয়াডাঙ্গায় ইটভাট মালিক শ্রমিকদের মানববন্ধন 

চুয়াডাঙ্গা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ৪ ফেব্রুয়ারি ২০২১  
চুয়াডাঙ্গায় ইটভাট মালিক শ্রমিকদের মানববন্ধন 

চুয়াডাঙ্গায় বাংলাদেশ ইট প্রস্ততকারক মালিক সমিতি ও ভাটা শ্রমিকরা বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন। 

এসময় তারা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপি প্রদান করেন।

বৃহস্পতিবার ( ৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্ত্বরে এই জমায়েত ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২৯১৩ ও সংশোধিত ২০১৪ বাতিলসহ ২০২৫ সাল পর্যন্ত জিগজ্যাগ পদ্ধতি রাখার দাবি জানানো হয়।

স্বারকলিপি প্রদান করেন— বাংলাদেশ ইট প্রস্ততকারক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. বজলুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব। এসময় উপস্থিত ছিলেন জেলার অন্যান্য ভাটা মালিক ও ভাট শ্রমিক নেতারা।

উল্লেখ্য, সম্প্রতি সরকার দেশের পরিবেশ রক্ষার্থে প্রচলিত পদ্ধতিতে মাটির ইট প্রস্তত বন্ধ এবং মাটির পরিবর্তে বালি সিমেন্টের ব্লক প্রস্তুতের নির্দেশ জারি করে।

মামুন/বুলাকী 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়