ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নওগাঁর ১১ উপজেলায় করোনার ভ্যাকসিন সরবরাহ

নওগাঁ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩২, ৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৪:৫১, ৫ ফেব্রুয়ারি ২০২১
নওগাঁর ১১ উপজেলায় করোনার ভ্যাকসিন সরবরাহ

নওগাঁর ১১ উপজেলার করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে এই কার্যক্রম শুরু করা হয়।

নওগাঁর সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করা হবে। এজন‌্য জেলার ১১ উপজেলার সকল স্বাস্থ‌্য কমপ্লেক্সে পুলিশ পাহারায় করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে। প্রথম ডোজ দেওয়ার ৪ সপ্তাহ পর আবার দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হবে। এজন‌্য ভ্যাকসিন প্রয়োগের সিরিঞ্জসহ অন্যান্য উপকরণও বিতরণ করা হয়েছে।

সিভিল সার্জন আরও  জানান, এই ভ্যাকসিন নিতে হলে অ্যাপসের মাধ্যমে আবেদনর করতে হবে। প্রথমে সরকার প্রদত্ত তালিকায় অন্তর্ভূক্ত ব্যক্তিরা অ্যাপসের মাধ্যমে আবেদনর করে ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। পরবর্তীতে সরকারের নির্দশনা মোতাবেক জেলার সকল নাগরিকদের পর্যায়ক্রমে এই ভ্যাকসিন প্রয়াগ করা হবে।

উল্লেখ‌্য, জেলায় প্রথম ধাপে ৮৪ হাজার ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ‌্যে সদর উপজেলায় ১৩০৯, আত্রাইয়ে ৬২৪, রাণীনগর উপজেলায় ৫৯৭,বদলগাছীতে ৬৫০,মাদায় ১১৭৫,ধামইরহাটে ৫৯৭, মহাদবপুরে ৯৪৬,নিয়ামতপুরে ৮০২, পত্নীতলায় ৭৪৯, পোরশায় ৪২৭ ও সাপাহারে ৫২৩ ডোজ করোনাভাইরাসের ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে।

সাজু/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়