ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

গান-বাজনা নিষিদ্ধ: জনরোষে পড়ে কাউন্সিলরের সিদ্ধান্ত বদল 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০৭:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২১
গান-বাজনা নিষিদ্ধ: জনরোষে পড়ে কাউন্সিলরের সিদ্ধান্ত বদল 

কাউন্সিলর শাহাজালাল বাদল

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে গান-বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছিলেন কাউন্সিলর শাহাজালাল বাদল।

কাউন্সিলরের এমন সিদ্ধান্তে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন মহল প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন। জনরোষে পড়ে অবশেষে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে বাধ‌্য হয়েছেন তিনি। 

কাউন্সিলর শাহাজালাল বাদল সাবেক ছাত্রলীগ নেতা ও আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বড় ভাইয়ের ছেলে। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কাউন্সিলর শাহাজালাল বাদল এমন সিদ্ধান্তের কথা অস্বীকার করেছেন।

সম্প্রতি ৩ নম্বর ওয়ার্ড এলাকায় গান-বাজনা সম্পূর্ণ নিষিদ্ধের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে। 
ভিডিওতে দেখা যায়, সিদ্ধিরগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহাজালাল বাদলের অনুমতিতে

ভিডিওতে একজন ব্যক্তি বলছেন, ‘সিটি করপোরেশনের কাউন্সিলর অফিস থেকে মসজিদ ও পঞ্চায়েত কমিটি বরাবর চিঠি দেওয়া হবে। আগামী শুক্রবার জুম্মার নামাজের বয়ানে যাতে বলে দেওয়া হয়, শনিবার থেকে এ এলাকায় গান-বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ। সেই চিঠির রেফারেন্স নিয়ে প্রতিটি বাড়িওয়ালাকে আপনারা বলে দেবেন।’ 

পরবর্তীতে গান-বাজনা সম্পূর্ণ নিষেধের বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহাজালাল বাদল গণমাধ্যমকে গত বৃহস্পতিবার বলেছিলেন, ‘৩ নম্বর ওয়ার্ডের ৯টি পঞ্চায়েত কমিটি ও ৩৫টি মসজিদ কমিটি আমাদের এ সিদ্ধান্তের সমর্থন জানিয়েছেন। এ বিষয় নিয়ে আমি থানার ওসির সঙ্গে আলাপ করব। সামাজিক ও ভালো কাজের জন্য যেখানে এলাকার পঞ্চায়েত কমিটির সমর্থন আছে, সেখানে অবশ্যই প্রশাসনও সহযোগিতা করবে বলে আমার বিশ্বাস।’

পরবর্তীতে প্রশাসনের চাপ ও জনরোষে পড়ে তার সিদ্ধান্ত থেকে সরে গিয়ে গণমাধ্যমের কাছে নতুন করে বক্তব্য দিয়েছেন।

নতুন করে তিনি বলেন, ‘এলাকার পঞ্চায়েত কমিটি এ দাবি জানিয়েছেন। তখন সে পঞ্চায়েত কমিটিকে বলেছে থানার ওসি ও প্রশাসনের সাথে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্তর কথা জানাবেন। আমি গান-বাজনার বিরুদ্ধে না। রাষ্ট্রের নিয়ম রিতীর বাইরে আমি গান-বাজনা নিষিদ্ধ করার কেউ না।’

সার্বিক বিষয়ে জানতে কাউন্সিলর শাহাজালাল বাদলের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। 

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদ রাইজিংবিডিকে বলেন, ‘একজন কাউন্সিলর রাষ্ট্রের নিয়ম নীতির বাইরে গিয়ে গান বাজনা নিষিদ্ধ করার এমন দুঃসাহস দেখায় কী করে? এ ব্যাপারে প্রশাসনের যাথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। নয়তো আলোচনার মাধ্যমে সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ারও সিদ্ধান্ত হতে পারে।’ 

এদিকে আজ শুক্রবার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় মসজিদে জুম্মা নামাজের সময় খুতবায় গান-বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা ছিল।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান রাইজিংবিডিকে বলেন, ‘আজ শুক্রবার কোনো মসজিদে এ বিষয়ে কেউ কোনো কথা বলেননি। ভাইরাল হওয়া ভিডিও প্রশাসন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি পুলিশ এ ঘটনা তদন্ত করছে। আমি এ বিষয়ে কাউন্সিলর বাদলের সাথে কথা বলেছি। তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন- এমন সিদ্ধান্ত তার না। এ দাবি এলাকার পঞ্চায়েত কমিটিগুলোর।’ 

ওসি বলেন, ‘সরকার কোথাও সংস্কৃতির কাজ বন্ধ বা নিষিদ্ধ করেনি। তিনি বন্ধ করার কে? গান-বাজনা নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের নীতি নির্ধারক ও প্রশাসনের। আমরা ব্যবস্থা নেব। এ বিষয়ে তদন্ত চলছে। কারও অপরাধ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাকিব/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়