ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

মৌলভীবাজারে প্রথম করোনার টিকা নেবেন এমপি নেছার

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ৬ ফেব্রুয়ারি ২০২১  
মৌলভীবাজারে প্রথম করোনার টিকা নেবেন এমপি নেছার

মৌলভীবাজারে প্রথম করোনাভাইরাসের টিকা নেবেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ‌্য নিশ্চিত করেছেন নেছার আহমদ নিজেই।

রোববার (৭ ফেব্রুয়ারি) সারা দেশে একযোগে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। এদিন প্রথমদিকে টিকা নেবেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন ও প্রেসক্লাবের প্রতিনিধিসহ ফ্রন্টলাইনের কর্মীরা।

সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, গত ২৯ জানুয়ারি মৌলভীবাজারে ৬০ হাজার ডোজ করোনা ভ্যাকসিন পৌঁছে। ভ্যাকসিন পেতে হলে সবাইকে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। জেলার সাতটি উপজেলায় ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতির অংশ হিসেবে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আটটি বুথে এবং ছয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি করে বুথে ভ্যাকসিন দেওয়া হবে। প্রতিটি বুথে দুজন স্বাস্থ্যকর্মী ও চারজন স্বেচ্ছাসেবী কাজ করবেন।

জনসংখ্যা অনুপাতে মৌলভীবাজারের সাত উপজেলায় করোনার টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। কুলাউড়ায় ৫ হাজার ৫০০ ডোজ, রাজনগরে ৩ হাজার ৫০০, জুড়ীতে ২ হাজার ৫০০, বড়লেখায় ৪ হাজার, কমলগঞ্জে ৪ হাজার, শ্রীমঙ্গলে ৫ হাজার এবং মৌলভীবাজার সদরে ৫ হাজার ৫০০ ডোজ টিকা পাঠানো হয়েছে। প্রথম ধাপে টিকা দেওয়া হবে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, বিজিবি, সংবাদকর্মী, জনপ্রতিনিধি, ব্যাংক-বিমা প্রতিষ্ঠানের কর্মী এবং প্রশাসনের মাঠকর্মীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের কর্মকর্তা-কর্মচারীদের।

সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানিয়েছেন, ভ্যাকসিন পেতে হলে সবাইকে ‘সুরক্ষা অ্যাপ’ এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। মৌলভীবাজারে প্রথম করোনার টিকা নেবেন সংসদ সদস্য নেছার আহমদ।

সিভিল সার্জন আরও জানান, করোনার টিকা প্রয়োগের পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তা মোকাবিলায় কাজ করবে সাত সদস্য বিশিষ্ট কমিটি। ভ্যাকসিন প্রয়োগের জন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘করোনা টিকা প্রয়োগ কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ। প্রথম পর্যায়ে টিকা নেবেন পুলিশ সদস্যরা।’ করোনার ভ‌্যাকসিন নিয়ে গুজব বা অপপ্রচার রোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, করোনা টিকার জন‌্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়, পুলিশ সুপার কার্যালয়, প্রতিটি উপজেলা কার্যালয় এবং তথ্য কেন্দ্রগুলোতে রেজিস্ট্রেশন বুথ খোলা হয়েছে। সরকারের নির্দেশনা অনুসারে ১৫ ক্যাটাগরিতে অগ্রাধিকার ভিত্তিতে বিনামূল্যে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।

তিনি আরও জানান, টিকার প্রথম ডোজ দেওয়ার চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে।

সাইফুল্লাহ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়