ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মহাসড়কে হঠাৎ ভেঙে পড়লো ৩টি বৈদ্যুতিক খুটি

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ৬ ফেব্রুয়ারি ২০২১  
মহাসড়কে হঠাৎ ভেঙে পড়লো ৩টি বৈদ্যুতিক খুটি

যশোরের সদর উপজেলার নওয়াপাড়ায় হাইওয়ে থানার সামনে যশোর-খুলনা মহাসড়কের ওপর হঠাৎ করে পরপর তিনটি বৈদ্যুতিক খুটি ভেঙে পড়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে খুটিগুলো ভেঙে পড়ে। বিকেল পর্যন্ত সেগুলো সরিয়ে সড়ক যোগাযোগ আংশিক চালু করেছে স্থানীয় পল্লিবিদ্যুৎ বিভাগ। 

পল্লিবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। তবে কখন পুরোপুরি সড়ক যোগাযোগ শুরু ও বিদ্যুত সংযোগ পুনস্থাপন করা সম্ভব হবে তা বলতে পারেননি তিনি।  

ভেঙে পড়া খুটি বা পোলের ভেতরে কোনো লোহার রড নেই। স্থানীয় পল্লিবিদ্যুত কর্মীরা সড়ক যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মহাসড়কের দুইপাশে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে নওয়াপাড়া শহর। 

রিটন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়