ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাগেরহাটে প্রথম করোনা টিকা নিলেন জেলা প্রশাসক

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ৭ ফেব্রুয়ারি ২০২১  
বাগেরহাটে প্রথম করোনা টিকা নিলেন জেলা প্রশাসক

জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনকে টিকাদানের মধ্যদিয়ে বাগেরহাটে করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। 

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাগেরহাট সদর হাসপাতালের সম্প্রসারিত ভবনে প্রথম টিকা নেন জেলা প্রশাসক আনম ফয়জুল হক। এরপর পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় ও সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির টিকা নেন। এরপরে একে একে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-র যুগ্ম পরিচালক শরীফ উদ্দিন আহমেদ, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীব কুমার বকসিসহ অনেকেই টিকা গ্রহণ করেন। দুপুর ২টা পর্যন্ত বাগেরহাট সদর হাসপাতালে টিকা কার্যক্রম চলবে। প্রথম দিনে ১শ ৫০ জনকে টিকা দেওয়া হবে বলে জানান সিভিল সার্জন। 

এর আগে ফিতা কেটে এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আনম ফয়জুল হক।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন, আমি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তারা টিকা গ্রহণ করেছি। সবার উচিত নির্দিষ্ট নিয়মে নিবন্ধন করে টিকা গ্রহণ করা। 

৮ উপজেলায় প্রতিদিন ২শ, পুলিশ হাসপাতালে ১শ, বাগেরহাট সদর হাসপাতালে ৬শ করে টিকা দেওয়া হবে। এই কার্যক্রম চলমান থাকবে। বাগেরহাট জেলায় প্রথম ধাপে ৪৮ হাজার ডোজ টিকা এসেছে।  

টুটুল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়