ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

টিকা নিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী 

নেত্রকোনা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ৭ ফেব্রুয়ারি ২০২১  
টিকা নিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী 

সারা দেশের সঙ্গে নেত্রকোনা জেলাও কোভিড-১৯ প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  

রোববার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ইপিআই ভবনে কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান। 

পরে প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি হাসপাতালে টিকা নেন। এ সময় জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, সিভিল সার্জন ডা. সেলিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

নেত্রকোনা জেলায় ৭ হাজার ২০০ টিকা এসেছে। প্রথম দিন ১ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। জেলায় এখন পর্যন্ত সাড়ে তিন হাজার মানুষ টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন বলে জেলা সিভিল অফিস জানিয়েছে। 
 

দেবল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ