ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪২, ৭ ফেব্রুয়ারি ২০২১  
হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্ত্রী হত্যার দায়ে হারুনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খান এই দণ্ড দেন। হারুন উপজেলার করগ্রাম পশ্চিমপাড়া এলাকার ওয়াদুদ মন্ডলের ছেলে। তিনি পলাতক রয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, হারুনের সঙ্গে রঘুনাথপুর দিঘুলী গ্রামের খলিলুর রহমানের মেয়ে মাহমুদা বেগমের বিয়ে হয়। বিয়ের পর হারুন কাতার যাওয়ার সিদ্ধান্ত নেয়। মাহমুদা ও তার বাবা নানাজনের কাছ থেকে আড়াই লাখ টাকা ঋণ করে হারুনকে কাতার পাঠায়। সেখানে চার বছর কাটিয়ে দেশে ফিরলে হারুনকে ঋণের টাকা পরিশোধের জন্য তার স্ত্রী চাপ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ২০১২ সালের ২৫ জুলাই সকালে হারুনের পরিবারের লোকজন মাহমুদাকে মারধর করে। তখন হারুন গলা টিপে ধরলে ঘটনাস্থলে তার মৃত্যূ হয়। এরপর হারুন পালিয়ে যায়।

মাহমুদার বাবা বাদী হয়ে স্বামী হারুন, ননদ ও শ্বশুর-শাশুড়িকে আসামি করে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলার বাকি আসামিদের বেকসুর খালাস দেন আদালত।

সেলিম/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়