ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চুয়াডাঙ্গায় নির্বাচনি অফিসে হামলা ও ভাঙচুর

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৪, ৮ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১১:৩৮, ৮ ফেব্রুয়ারি ২০২১
চুয়াডাঙ্গায় নির্বাচনি অফিসে হামলা ও ভাঙচুর

চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভায় বিএনপি প্রার্থীর নির্বাচনি অফিসে হামলা, ভাঙচুর এবং ব্যানার ও পোস্টারে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

রোববার রাতে (৭ ফেব্রুয়ারি) জীবননগর বাসস্ট্যান্ডের নির্বাচনি অফিসে এই হামলার ঘটনা ঘটে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কারা এ ঘটনায় জড়িত সে ব্যাপারে তদন্ত করছে।

বিএনপির প্রার্থী শাজাহান কবীর জানান, রোববার রাতে আমরা নির্বাচনি কাজে অফিসে বসে কাজ করছিলাম। এসময় ৫০/৬০ জনের একদল যুবক লাঠিসোটা নিয়ে অফিসে হামলা করে। আমরা প্রাণভয়ে পালিয়ে গেলে তারা অফিসের আসবাবপত্র ভাংচুর এবং অফিসের ধানের শীষের ব্যানার ও পোস্টারে অগ্নিসংযোগ করে।  স্থানীয় লোকজন আগুন নেভালেও অফিসের প্রায় অর্ধ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি এ ব্যাপারে তার প্রতিপক্ষ প্রার্থীকে দায়ী করেন।

মামুন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়