ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নির্যাতিত গৃহকর্মী নিশির দায়িত্ব নিলেন পুলিশ সুপার

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ৮ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০৬:২৩, ৯ ফেব্রুয়ারি ২০২১
নির্যাতিত গৃহকর্মী নিশির দায়িত্ব নিলেন পুলিশ সুপার

নির্মম নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী নিশি আক্তারের (১০) দায়িত্ব নিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার আহমারুজ্জামান।

সোমবার (৮ ফেব্রুয়ারি) ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার ওই শিশুর চিকিৎসাসহ যাবতীয় দায়িত্ব নিয়েছেন। সকালে শিশুটির প্রতিবন্ধী বাবা মজিবুর রহমানের হাতে ১৫ হাজার টাকা তুলে দেন পুলিশ সুপার আহমারুজ্জামান।  মজিবুর রহমানের বাড়ি নান্দাইল উপজেলার রাজবাড়ী গ্রামে।

পুলিশ সুপার আহমারুজ্জামান

শিশুটির চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তির প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার। 

 তিন বছর আগে নিশিকে ঢাকায় কর্মরত ব্যাংক কর্মকর্তা মিজানুর রহমান বাবুলের বাসায় গৃহকর্মী হিসেবে পাঠানো হয়। সেখানে শিশুটিকে নির্মম নির্যাতন করা হয়।। 

শনিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রিজ মোড়ে ওই ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রী আহত গৃহকর্মীকে বাবার কাছে ফিরিয়ে দেন।  এ সময় স্থানীয়রা ওই দম্পতিকে আটক করে পুলিশে সোপর্দ করে। রাতে কোতোয়ালি থানায় মামলা হয়। রোববার (৭ ফেব্রুয়ারি) তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।  

মিলন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়