ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভালোবাসা থেকেই প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান কাঠমিস্ত্রি

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১০, ৯ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৪:০৮, ৯ ফেব্রুয়ারি ২০২১
ভালোবাসা থেকেই প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান কাঠমিস্ত্রি

মেলান্দহ উপজেলার আদিপৈত গ্রামের কাঠমিস্ত্রি মমিনুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা আর ভালবাসা থেকেই একটি চেয়ার উপহার দেয়ার উদ্যোগ গ্রহণ করেছেন।

তার জমানো টাকা দিয়ে ৫ মাস আগে এই চেয়ার তৈরি শুরু করেন মমিনুল। ‘এখন প্রধানমন্ত্রীকে উপহার দিতে চান নিজ হাতে’— এমন খবরে প্রতিদিন চেয়ারটি দেখতে ভিড় করছেন স্থানীয়রা। দৃষ্টিনন্দন কাঠের চেয়ার তৈরি করেছেন জামালপুরের এক দরিদ্র কাঠমিস্ত্রী। অভাব অনটনের সংসারে ৫ বছর টাকা জমিয়ে নিজ হাতে বানান চেয়ারটি। 

মমিনুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অনেক উন্নয়ন করেছেন গরিবদের ঘর তৈরি করে দিয়েছেন, এমন আরও অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। উনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করেছেন। আমি নিজে থেকে একটা উপলব্ধি করি আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা নিজের বানানো চেয়ার উপহার দেওয়ার জন্য।

ঢাকা/সেলিম আব্বাস/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়