ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ‌্যা বেড়ে ১০, আহত ১৫

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ১০ ফেব্রুয়ারি ২০২১  
ঝিনাইদহে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ‌্যা বেড়ে ১০, আহত ১৫

ঝিনাইদহে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ‌্যা বেড়ে ১০ জন হয়েছে। এদের মধ‌্যে ঘটনাস্থলেই মারা গেছেন নয় জন। হাসপাতালে নেওয়ার পর সন্ধ‌্যার দিকে অপর একজনের মৃত‌্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বারোবাজার হাইওয়ে থানা পুলিশ এ তথ‌্য নিশ্চিত করে জানায়, বুধবার বিকেলে খুলনা থেকে ছেড়ে আসা গড়াই পরিবহন ও কালীগঞ্জ থেকে ছেড়ে আসা যশোরগামী একটি বালি ভর্তি ট্রাক বারোবাজার এলাকায় পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ১০ জন নিহত ও ১৫ জন আহত হন। খবর পেয়ে দমকল বাহিনী ও হাইওয়ে থানা পুলিশ তাদেরকে উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করেন বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিন নিহতের নাম পাওয়া গেছে। তারা হলেন- রেশমা খাতুন, বাস চালক উজ্জল হোসেন এবং মাস্টার্সের শিক্ষার্থী মুস্তাফিজুর।

প্রত‌্যক্ষদর্শীরা জানিয়েছে, বাসটি বেপরোয়া গতিতে চলছিল। গতি নিয়ন্ত্রণে থাকলে এতোগুলো প্রাণহানি ঘটত না। 

এদিকে এ দুর্ঘটনার পর ঝিনাইদহ- যশোর সড়কে কয়েকশ’ যানবহন আটকা পড়ে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

রাজিব হাসান/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়