ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এলাকাবাসীর দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৮

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৯, ১১ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ২০:৪১, ১১ ফেব্রুয়ারি ২০২১
এলাকাবাসীর দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৮

মৌলভীবাজারের রাজনগরে এলাকাবাসীর দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ ১৮ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজনগর উপজেলা পরিষদের সামনে এই সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে রাজনগর উপজেলা পরিষদের সামনে উপজেলা চেয়ারম্যান শাহাজান খান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিছবাহুদ্দৌজা ভেলার অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় উভয় পক্ষ পরস্পরের দিকে ইট-পাটকেল ছুড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০৩ রাউন্ড ফাঁকা গুলি ও চার রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে। এ সময় তিন পুলিশ সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি ময়নু খানসহ ১৮ জন আহত হয়েছেন।

রাজনগর থানার ওসি মো. আবুল হাসেম রাইজিংবিডিকে জানান, দুই পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বে এই সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

রাজনগর থানা পুলিশের পাশাপাশি জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 


 

মৌলভীবাজার/সাইফুল্লাহ/এসএন

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়