ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিরাজগঞ্জে মহাসড়কে নছিমন-অটোরিকশার আধিপত‌্য

অদিত্য রাসেল, সিরাজগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ১২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১০:০৯, ১২ ফেব্রুয়ারি ২০২১
সিরাজগঞ্জে মহাসড়কে নছিমন-অটোরিকশার আধিপত‌্য

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের ৯৪ কিলোমিটার মহাসড়কে উত্তর-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার যানবাহনের নিয়মিত চলাচল। বড় রাস্তার নিয়মিত যানবাহনের পাশাপাশি সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে রাজত্ব করে চলেছে সিএনজি চালিত অটোরিকশা, নছিমন ও ব‌্যাটারি চালিত অটোরিশা।

এসব অবৈধ যানবাহনের কারণে মহাসড়কে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ২০২১ সালের জানুয়ারি মাস পর্যন্ত জেলার মহাসড়কে ১০টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৩ জন। আহত হয়েছে প্রায় শতাধিক। এসবের জন‌্য অনেকাংশে এসব যানবাহনই দায়ি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা যায়, ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জ দিয়ে ঢাকা-বগুড়া, সিরাজগঞ্জ-রাজশাহী, বগুড়া-পাবনা, রাজশাহী-ঢাকাগামী গাড়ি চলাচল করছে। বাস-ট্রাকের সাথে পাল্লা দিয়ে ছুটছে অবৈধ তিন চাকার নছিমন, করিমন, ভটভটি, ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যান গাড়ি।

জেলার রায়গঞ্জ উপজেলার ভুঁইয়াগাঁতী বাস স্ট্যান্ড ও শাহজাদপুর উপজেলার তালগাছী বাজার থেকে মহাসড়কটির প্রায় ২৫ কিলোমিটার এলাকায় তিন চাকার যানবাহন চলাচল করতে দেখা গেছে। এই মহাসড়কে প্রতিদিন চলাচল করছে শত শত নিষিদ্ধ যান। এসব যানবাহন একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে কখনও মাঝ সড়ক দিয়ে, আবার কখনও উল্টো পথে চলাচল করছে। ফলে সড়কের শৃঙ্খলা ব‌্যাহত হচ্ছে। 

হাইওয়ে পুলিশের দায়িত্বে অবহেলার কারণে মহাসড়কে এসব যান চলাচল করছে বলে অভিযোগ করেছেন দূপাল্লার বাস ও ট্রাকের চালকেরা। 

রায়গঞ্জ মহাসড়কে সিএনজি চালক মানিক বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে আইন অমান্য করেই সংসারের চাকা ঘোরাতে প্রতিদিনই চলছি মহাসড়কে। স্ত্রী-সন্তানের মুখে খাবার তুলে দিতে আইন অমান্য করতে বাধ্য হচ্ছি।’

শাহজাদপুর থেকে উল্লাপাড়া মহাসড়কে নছিমন চালক মুন্টু শেখ বলেন, ‘সরকারের নিষেধাজ্ঞার বিষয়টি জানি। কিন্তু জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে চলি। পুলিশের চোখ ফাঁকি দিয়ে গাড়ি চালাই। এভাবেই মহাসড়কে গাড়ি না চালিয়ে কোনো উপায়ও নেই।’
রায়গঞ্জের অটোরিক্সার যাত্রী নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাংক কর্মকর্তা বলেন, ‘রায়গঞ্জ থেকে চান্দাইকোনা বাজারে যাওয়ার কোনো বিকল্প ব্যবস্থা নেই। বাধ্য হয়েই মহাসড়কে অটোরিকশায় যাচ্ছি।’

ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের চালক চাঁন মিয়া বলেন, ‘একদিকে সড়কের বেহাল অবস্থা। অন্যদিকে সড়কের কাজ চলছে। এর মধ্যে অবৈধ তিন চাকার যানবহনে দৌরাত্মে অতিষ্ট চালকরা। এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি।’

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী রাইজিংবিডিকে জানান, নানা কারণেই মহাসড়কে দুর্ঘটনা ঘটে। পরিবহনে যান্ত্রিক ত্রুটি, চালকদের বেপরোয়া ড্রাইভিং, ওভারটেকিং ও ড্রাইভিংয়ের সময় তন্দ্রাভাবের কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটে। এতে দুর্ঘটনা এড়াতে ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চালক-মালিকসহ সব মানুষ সচেতনতাই দুর্ঘটনা নিয়ন্ত্রণ সম্ভব বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

 

ঢাকা/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়