ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বান্দরবানের হোটেল থেকে বহিরাগতদের সরিয়ে দেওয়ার দাবি

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৩:৩৮, ১৩ ফেব্রুয়ারি ২০২১
বান্দরবানের হোটেল থেকে বহিরাগতদের সরিয়ে দেওয়ার দাবি

পৌর নির্বাচনকে কেন্দ্র করে বান্দরবানের বিভিন্ন হোটেলে বহিরাগতরা অবস্থান করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা।

তিনি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এদের সরিয়ে দিতে নির্বাচন কমিশন ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন। 

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান শহরের জজ কোর্টের সামনে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা এই অভিযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মহতুল হোসেন যত্ন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক মং শৈম্রাই, বিএনপি নেতা আবিদুর রহমান, রিটল বিশ্বাস, চনু মং মার্মা, জেলা যুবদলের সাবেক আহবায়ক আবু বক্কর ও সদস্য সচিব শাহাদাত হোসেন ও জেলা মহিলা দলের আহবায়ক কাজী নিরুতাজ বেগম।

বিএনপির এই মেয়র প্রার্থী অভিযোগ করে বলেন, চট্টগ্রামের পদুয়া, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা ও আলীকদম থেকে বিভিন্ন লোকজন এনে বান্দরবানের হোটেলগুলোতে রাখা হয়েছে। শহরের হোটেল বিলকিস, গ্রীন্ড ভ্যালি, হোটেল পূরবী, হিলটনসহ বিভিন্ন হোটেলে বহিরাগতরা আছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদের বান্দরবান ত্যাগ করা উচিত।

তিনি বলেন, বিএনপিরও যদি কোন লোকজন থাকে তাদেরও বান্দরবান ত্যাগ করা উচিত।

এস বাসু দাশ/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়