ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বঙ্গবন্ধু কৃষকের অর্থনৈতিক মুক্তির কথা ভেবেছেন : কৃষিমন্ত্রী 

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ১৩ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৮:০২, ১৩ ফেব্রুয়ারি ২০২১
বঙ্গবন্ধু কৃষকের অর্থনৈতিক মুক্তির কথা ভেবেছেন : কৃষিমন্ত্রী 

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধু সব সময় কৃষকের অর্থনৈতিক মুক্তির কথা ভেবেছেন। আর বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধামুক্ত বাংলাদেশ বিনির্মাণে অবদান রেখেছেন কৃষিবিদরা। বঙ্গবন্ধু কৃষিবিদদের মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। 

শনিবার (১৩ ফেব্রুয়াবি) সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালযের জয়নুল আবেদীন মিলনায়তনে কৃষিবিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।

ড. আব্দুর রাজ্জাক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশ সব সূচকে ভালো করছে। উন্নয়নের সব ক্ষেত্রে বাংলাদেশ মডেল। কৃষিবিদরা আগামী দিনে পুষ্টিসমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। 

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. লুৎফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। 

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোভাযাত্রা, আলোচনাসভা, সম্মাননা প্রদানসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কৃষিবিদ দিবস পালিত হয়। 

মিলন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়