ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কণ্ঠশিল্পী ন্যান্সির মামলায় আসিফ আকবরের জামিন

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ১৪ ফেব্রুয়ারি ২০২১  
কণ্ঠশিল্পী ন্যান্সির মামলায় আসিফ আকবরের জামিন

কণ্ঠশিল্পী নুরুন্নাহার ন্যান্সির করা মানহানির মামলায় জামিন পেয়েছেন আসিফ আকবর।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক আব্দুল হাই শুনানি শেষে তা মঞ্জুর করেন। একইসঙ্গে আগামী ৮ এপ্রিল তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী রেজাউল কবির আনার। তিনি বলেন, কণ্ঠশিল্পী আসিফ আকবর বিজ্ঞ আদালতে হাজির হলে বিচারক বিশেষ বিবেচনায় তার জামিনের নির্দেশ দেন।

গত বছরের ১০ জুলাই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন ন্যান্সি। পরে তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় পুলিশ। 

নুরুন্নাহার ন্যান্সি অভিযোগ করেন, ন্যান্সির কণ্ঠ সফলতায় হিংসাত্মক মনোভাব পোষণ করে আসিফ আকবর ইউটিউব, রেডিও ও টিভি চ্যানেলে তার বিরুদ্ধে মানহানিকর, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে আসছেন।

এছাড়াও ন্যান্সির গাওয়া ১২টি গান অনুমতি না নিয়ে স্বত্ব বিক্রি করে দেন আসিফ আকবর। তিনি ১২টি গানের স্বত্ব দাবি করলে বিবাদী আসিফ আকবরের রোষানলে পড়েন। যার পরিপ্রেক্ষিতে আসিফ আকবর বিভিন্ন সময়ে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন ন্যান্সি। 

মিলন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়